স্বাদের বউ সাংঘাতিক চিজ
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২৮:২৪ রাত
বৌ সাংঘাতিক এক চিজ যাকে ভয় করে না এমন পুরুষ এ ধরণীতে নেই বললেই চলে। যে ব্যক্তি বাহিরে যত কর্কশ, রুঠো-রুক্ষ ও দমবাজ হোক না কেন, সে বাড়ীতে বৌ এর সামনে সে তত অসহায়-ভীত। আর যে ব্যক্তি বাহির ভদ্র অসহায় সে কিছুটা ঘরে মুরদ টাইপের হয় তবে অন্তরে অন্তরে সাংঘাতিক চিজটাকে ভয় করে। এ জন্যে গুনীজন বলেন, কারো কাছ থেকে কিছু আদায় করতে চাইলে প্রথমে তার বৌকে পটাও। এ রেওয়াজ প্রাগৈতিহাসিক থেকে চলে এসেছে, বিশেষ করে ইসলামী শাসনের ইতিহাসেও এর নজীর আছে। ডব্লিউ ডব্লি্উ ই রেসলিং এ যে সব রেসলার আছেন তাদের পারিবার ও সংসারেও তারা কাবু যদিও তারা রেসলিং এ এসে অন্যেকে নির্দয় ভাবে পেটান। পৃথিবীতে যত জালিম অত্যাচারী শাসক আছেন ও ছিলেন তাদেরও একই হাল! তারা প্রতিপক্ষকে যদিও কঠোর হস্তে দমন করেন, হত্যা করেন, গুম করেন কিন্তু আপন বৌ এর কাছে তার প্রতিহত হন, তার কাছে ভয়ে তটস্থ থাকেন। খোঁজ নিয়ে দেখেন আমার কথার সত্যতা পাবেন। এই ভয়ের আমার কাছে একটা বিশ্লেষণ আছে, আগে আপনাদেরটা জানতে চাই, কমেন্টস করে জানাবেন।
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ জন্য নারীকে কখনই কর্তৃত্ব করার স্থান দিতে নেই । এটা করবে পুরুষেরা এবং ইসলাম এরকমই বলে ।
মন্তব্য করতে লগইন করুন